নির্বাচনে সারাদেশে প্রার্থীদের ১১৯টি প্রতীক বরাদ্দ
- আপডেট সময় : ১০:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ১৮২৫ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ১১৯টি প্রতীক বরাদ্দ পান প্রার্থীরা। নির্বাচনে ২৯৮ আসনে অংশ নিচ্ছে ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। এর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩০৫ জন প্রার্থী সরে দাঁড়িয়েছে।
উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের কর্মী সমর্থক সাথে নিয়ে এসে প্রতীক গ্রহণ করেন।
ভক্সপপ : সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী।
ভক্সপপ: তাজুল ইসলাম, ময়মনসিংহ-১ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী।
রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে ২৯ জন প্রার্থী তাদের প্রতিক বরাদ্দ পেয়েছেন। দলীয় ও পছন্দসই প্রতিক বরাদ্দ পান তারা। প্রত্যেকের হাতে নিজ নিজ প্রতিক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৪৮ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা প্রাশসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। ছয়টি সংসদীয় আসনের ১৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সব মিলিয়ে বৈধ চূড়ান্ত প্রার্থী ৪৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের তাদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন হাঁস প্রতীক।
চাঁদপুর জেলার পাঁচটি আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ৩৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। এরমধ্যে চাঁদপুর-১ আসনে ৬ জন, চাঁদপুর-২ আসনে ৮ জন, চাঁদপুর-৩ আসনে ৭ জন, চাঁদপুর-৪ আসনে ৮ জন, চাঁদপুর-৫ আসনে ৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয় ।
প্রতীক পেল নীলফামারীর চারটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।ক্রমান্বয়ে আসনভিত্তিক প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে মোট ৪০ জন প্রার্থীকে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন।
জয়পুরহাটের দুটি আসনে বিএনপি ও জামায়াত সহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।
বরিশালের ৬টি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ।
পঞ্চগড়ে জেলার দুইটি সংসদীয় আসনে মোট ১৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো: সায়েমুজ্জামান প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে প্রতীক বরাদ্দ দেন।
নারায়ণগঞ্জে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে প্রতীক দেন জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক রায়হান কবির। প্রতীক পাওয়ার পর গণমাধ্যমকর্মীদের কাছে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা ।
মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ওই প্রতিক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।মুন্সীগঞ্জের ৩টি সংসদীয় আসনের ১৯ জন প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ করেন।
কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু, রেজা হাসান প্রার্থীদের মধ্যে পর্যায়ক্রমে প্রতীক বরাদ্দ দেন।
নোয়াখালীর ৬টি নির্বাচনী আসনে বিএনপি, জামায়াত, এনসিপি’সহ বিভিন্ন দলের ৪৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
কিশোরগঞ্জের মোট ৬টি সংসদীয় আসনে ৪৯ জন বৈধ মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ সম্পন্ন হয়েছে।জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাঁর প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতিক বরাদ্দ শুরু হয়।
এছাড়া , গোপালগঞ্জ ,পিরোজপুরসহ সারাদেশে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।



















