নির্বাচন ভবনে ৮ম দিনের আপিল শুনানি চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির অষ্টম দিনের আপিল আবেদনের কার্যক্রম চলছে। সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে।
আজ ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। ইসিতে আপিল শুনানির শেষদিন ১৮ জানুয়ারি। এদিকে, দেশের অভ্যন্তরের পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন। বিদেশে পাঠানো ব্যালটের মতো সব প্রতীক আর থাকছে না। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক থাকবে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার- ইসি আব্দুর রহমানেল মাছউদ। এক ফোনালাপে তিনি জানান, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে কোনও পরিবর্তন আনা হচ্ছে না।


















