নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মাস্তানদের আগাম গ্রেফতারের নির্দেশ : সিইসি

- আপডেট সময় : ০৭:৫৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
নির্বাচনের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এমন সন্দেহভাজনদের গ্রেফতারের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। আগামী নির্বাচনগুলোতে সহিংসতা রোধে আপ্রাণ চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন সিইসি। তিনি বলেন, এ লক্ষ্যে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি বাড়ানোর তাগিদ দেয়া হয়েছে।
বুধবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় এই মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, ‘সামগ্রিক অর্থে নির্বাচন সফল হয়েছে। অল্প কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবুও, গত নির্বাচনগুলোতে গড়ে ৭৪ শতাংশ ভোট পড়েছে। সিইসি দাবি করেন, ‘প্রাথমিক পর্যায়ের নির্বাচনগুলো প্রতিযোগিতা ও অংশগ্রহণমূলক হয়েছে। যে কারণে ৭০ শতাংশ লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনগুলোতে সঙ্গত কারণেই উত্তেজনা বিরাজ করে। সেই উত্তেজনা কখনো কখনো সহিংসতায় পরিণত হয়। যা কখনোই নির্বাচন কমিশনের কাম্য নয়।