নির্বাচনে কারচুপি হয়েছে ট্রাম্পের এমন অভিযোগের বিরোধিতা করায় নির্বাচনী শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১৬০১ বার পড়া হয়েছে
নির্বাচনে কারচুপি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগের বিরোধিতা করায় নির্বাচনী শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত হয়েছে।
এবারের নির্বাচনকে মার্কিন ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত নির্বাচন বলে আখ্যা দিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। এর বিরোধিতা করে ট্রাম্প জানান, ভোট গণনা নিয়ে চরম অসত্য কথা বলায় সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি অ্যাজেন্সির….সিআইএসএ প্রধান ক্রিস ক্রেবসকে অব্যাহতি দেয়া হয়েছে। মার্কিন নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। ভোট গণনায় ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ তার। তবে কোনো প্রমাণাদি উত্থাপন করেননি তিনি। বরখাস্তের ঘোষণার পর ক্রেবসের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি।তিনি এক টুইট বার্তায় বলেছেন, দায়িত্ব পালন করতে পেরে তিনি সম্মানিতবোধ করছেন। তার দলর সঠিক কাজটি করতে পেরেছে বলেও মত তাঁর।



























