নির্বাচনে ইভিএম ব্যবহারে সংসদে পাস হয়েছে কিনা?

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নির্বাচনে ইভিএম ব্যবহারের আইন জাতীয় সংসদে পাস হয়েছে কিনা সরকারের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেন। আগামী ২৬ জানুয়ারির মধ্যে ইসি সচিবসহ সংশ্লিষ্টদের এই আদেশ পালনের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এর আগে, সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিটে তিনি দাবি করেন, সংবিধান ও আইনের যথাযথ অনুসরণ না করেই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।