নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহার করার পক্ষে নয় বিজিবি
- আপডেট সময় : ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ১৬১৪ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনে মরণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজিবি। সীমান্ত সুরক্ষিত রেখে ৩৭ হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। রাজধানীতে এক মহড়া অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। বলেন, নির্বাচন ঘিরে কোনো আশংকা দেখছে না বিজিবি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজধানীর মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে প্রস্তুতি নিয়ে মহড়ার আয়োজন করে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
ঢাকার বিভিন্ন নির্বাচনী বেইজ ক্যাম্পের পরিদর্শন করে বিজিবির সার্বিক প্রস্তুতি নিয়ে ব্রিফ করেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। তিনি জানান, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুয়ায়ী কাজ করবে বিজিবি।
নির্বাচনকালীন বিজিবি মোতায়েন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শংকা নেই বলেও জানান কর্নেল এস এম আবুল এহসান।
পেশাগত দায়িত্ব পালন আর সীমিত ক্ষমতা প্রয়োগ করে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড কাজ করবে বলেও জানান ঢাকার সেক্টর কমান্ডার।




















