নির্বাচনে অংশগ্রহণ প্রত্যেকটি রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১৯২৯ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ প্রত্যেকটি রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। কাউকে হাতে পায়ে ধরে নির্বাচনে আনা সরকারের কাজ নয়।
রাষ্ট্রের অগ্রযাত্রা ধ্বংস করতে বার বার সংসদীয় গণতন্ত্র বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উদযাপনে শুরু হওয়া বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী আরো বলেন, ২০০৭ সালে যারা সংসদ চত্ত্বর কারাগারে এবং সংসদীয় গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, তাদের বিচারের আওতায় আনার বিষয়টি ভেবে দেখা উচিত। সেদিন স্পিকার এবং চীফ হুইপের বাসভবন কারাগারে রূপান্তরিত করে সংসদীয় গণতন্ত্রকে কলঙ্কিত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।