নির্বাচনী প্রচারণায় কাল নারায়ণগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:০১ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ১৯২৩ বার পড়া হয়েছে
নির্বাচনী প্রচারণায় কাল নারায়ণগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরণ করতে নেতাকর্মীদের মাঝে চলছে প্রস্তুতি। কয়েকস্তরের নিরাপত্তা নেয়ার কথা জানান পুলিশ সুপার।
নবম জাতীয় সংসদ নির্বাচনের পর জেলার অন্যত্র গেলেও নারায়ণগঞ্জ শহরে আসেন নি দলীয় প্রধান শেখ হাসিনা। ইসদাইর একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে তার আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। শহর জুড়ে শোভা পাচ্ছে ব্যানার-ফেস্টুন।
জেলায় কয়েকস্তরের নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। প্রধানমন্ত্রী নতুন কী উন্নয়নের বার্তা দেয় তা শুনতে অপেক্ষায় আছেন দলীয় নেতাকর্মীসহ স্থানীয় মানুষ।