নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার পরিচালিত হচ্ছে : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৮:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ক্ষমতায় বসে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ভুলে যায়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের মানুষের প্রতি আত্মবিশ্বাস ছিলো বলেই পদ্মা সেতু নির্মাণ করতে পেরেছেন। দক্ষিণাঞ্চলের পণ্য সরবরাহ ও বাজারজাতকরণে রাজধানীর চারপাশে চারটি পাইকারি মার্কেট ও কাঁচাবাজার নির্মাণ করা হবে বলেও জানান শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রণালয় ও বিভাগসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধান অতিথির বক্তব্যে করোনা মহামারীসহ দেশের সব উন্নয়ন কর্মকান্ডে ভুমিকা রাখায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ভূয়সী প্রশংসা করেন তিনি।
দেশে-বিদেশে মিথ্যে অপবাদের মাধ্যমে পদ্মাসেতু নির্মাণকে বাঁধাগ্রস্ত করার চেষ্টার কথা আবারও তুলে ধরেন শেখ হাসিনা।
পদ্মা সেতু নির্মাণের ফলে দেশের দক্ষিণাঞ্চলের পণ্যসরবরাহ বাড়বে উল্লেখ করে, রাজধানীতে বাজারজাকরণের সুবিধার্থে বিভিন্ন পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান।
দেশের উন্নয়নের গতিধারা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।