নির্বাচনকে সামনে রেখে সরব খুলনার রাজনীতি

- আপডেট সময় : ০৫:৩৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সংসদ নির্বাচনকে রেখে ধীরে ধীরে খুলনায় মাঠের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে। নতুন নতুন মামলা হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের নামে। গ্রেফতার হচ্ছেন অনেকে।এমন পরিস্থিতিতেও মাঠে থাকার ঘোষণা বিএনপির। অন্যদিকে সরকারি দল কঠোর অবস্থানে রয়েছে। সুশাসনের জন্য নাগরিক-সুজন বলছে, ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা নিয়ে কথা বলা উচিৎ দলগুলোর।
সম্প্রতি কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচিতেই খুলনা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। এসব কর্মসূচি পালন করতে গিয়ে বেশিরভাগ জায়গায় প্রতিবন্ধকতার মুখে পড়ছে দলটি। নেতাদের অভিযোগ,সরকারি দলের পেটোয়া বাহিনী ও পুলিশ এক যোগে তাদের মিছিল সমাবেশে হামলা চালাচ্ছে। এমনকি তাদের হামলা থেকে বাদ যাচ্ছে না নেতাদের বাড়ি ঘর ও দলীয় কার্যালয় ।
বিএনপির এসব অভিযোগের বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন, কর্মসূচির নামে কেউ সহিংসতা সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে।
সুশাসনের জন্য নাগরিক বলছেন,‘একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে বাংলাদেশ। জনগণের আত্ম অধিকার নিয়ে কথা বলতে রাজনৈতিক দল গুলোকে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে দু দলের ক্ষমতাকেন্দ্রিক সহিংস মহড়া – সামনের দিন গুলোতে আরো বাড়বে ।