নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের তিনটি কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের তিনটি কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে কাঁঠালিয়া উপজেলা শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়া হয়। একই রাতে আগুনে পোড়ানো হয় আওড়াবুনিয়া ইউনিয়নের শরীফের হাট এলাকা ও পাটিখালঘাটা ইউনিয়নের দক্ষিণ মরিচবুনিয়ার নৌকা প্রতিকের কার্যালয়। আগুনে পোস্টার ও আসবাবপত্রসহ কার্যালয়গুলো পুড়ে যায়। এ ঘটনায় তিন ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা দলের বিদ্রোহী প্রার্থীদের দায়ী করেছেন। এ ব্যাপারে কাঁঠালিয়া থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত্য ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায়।























