নির্দিষ্ট দামের বাইরে চলছে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ১৮২৮ বার পড়া হয়েছে
সরকারের পক্ষ থেকে আলু, পেঁয়াজ ও ডিমের দাম বেঁধে দেয়ার তিন সপ্তাহ পরেও বাজারে তা কার্যকর হয়নি। সব মিলিয়ে বাজারে ভোক্তাদের জন্য কোনো সুখবর নেই বললেই চলে। কয়েকদিনের বৃষ্টিতে সরবরাহ কমায় সপ্তাহের ব্যবধানে নতুন করে বেড়েছে কাঁচা মরিচ, সবজি ও মাছের দাম। এছাড়া কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগীর দাম। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজার ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে খুচরা বাজারে দাম কমবে না। আর যাঁতাকলে পড়ে অসহায় ক্রেতারা।