নিরাপদ সড়কের দাবীতে বিক্ষোভ করেছে ঝিনাইদহের শিক্ষার্থীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
নিরাপদ সড়কের দাবীতে বিক্ষোভ করেছে ঝিনাইদহের শিক্ষার্থীরা।
সকালে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের চাকলাপাড়ায় এ কর্মসূচীর আয়োজন করে ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি’র শিক্ষার্থীরা। সকালে তারা ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। তাদের দাবী ওই সড়ক গতিরোধক না থাকার কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। সেই সাথে বেপরোয়া গাড়ী চলাচল করছে। তাই আইএইচটির সামনে গতিরোধক স্থাপনসহ সড়কে বেপরোয়া গাড়ী চলাচল বন্ধের দাবী জানান। অবরোধের কারণে বন্ধ হয়েছে ঝিনাইদহ থেকে হরিণাকুন্ডুগামী সকল প্রকার যানবাহন। এতে ভোগান্তিতে পড়ে সড়কের চলাচলকারীরা। পরে পুলিশ এসে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।