নিরপেক্ষ নির্বাচন করতে প্রস্তুত আ’লীগ: কাদের

- আপডেট সময় : ০১:৪০:১২ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ১৭৮৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত কিংবা আমেরিকার কোন হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি’র দাবি গুলো নিয়েও এপর্যন্ত কোনো মন্তব্য করেনি তারা।
সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। দেশের জনগণের কাছে প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন করতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। বিভিন্ন মেগাপ্রকল্পের উদ্বোধন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে ওই দিন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশ হবে। এছাড়া প্রদানমন্ত্রী ১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন ফাইভ নদার্ন রুটের গ্রাউন্ড ব্রেকিং কার্যক্রমের উদ্বোধন করেবন।ওইদিন সাভারে সুধী সমাবেশ হবে বলে জানান তিনি।