নিত্যপণ্যের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইফতার উপকরণের দাম

- আপডেট সময় : ০৮:১৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
রমজানে নিত্যপণ্যের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইফতার উপকরণের দাম। খেজুর, ছোলা, মুড়ি থেকে শুরু করে সবকিছুরই দাম বেড়েছে কেজি প্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত। আর ব্যবসায়ীরা জানান, সংকট থাকায় রোজার আগের তুলনায় কিছু ইফতারি উপকরনের দাম বেড়েছে। তবে বেশকিছু পণ্যের দাম রয়েছে আগের মতই।
করোনার কারণে সাধারণ ছুটিতে সারাদেশ জুড়ে চলছে অঘোষিত লকডাউন। এতে করে বিভিন্ন অজুহাতে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। আর রমজানে ইফতারি উপকরণের চাহিদা বেশি থাকায় পাল্লা দিয়ে বেড়েছে এ সব পণ্যের দামও।
ইফতারী উপকরনের মধ্যে বেশি চাহিদা থাকে খেজুর, ছোলা, মুড়ি, লেবু, শসা, পুদিনা পাতা ও বিভিন্ন ধরনের ফলের।কিন্তু রোজা শুরুর পর থেকেই বিভিন্ন অজুহাতে এসব পণ্যের দাম বেশী রাখা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের।
আর বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় রোজার আগের তুলনায় কিছু পণ্যের দাম সামান্য বেশি হলেও বেশিরভাগ উপকরনের দামের তেমন পরিবর্তন হয়নি।
এদিকে, করোনা বিস্তার রোধে সরকারের বিভিন্ন নির্দেশনা থাকায়, এবার ক্রেতা-বিক্রেতাশূন্য রাজধানীর বেইলীরোডসহ ইফতারির ঐতিহ্যবাহী বাজারগুলো।