নিজ নিজ কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
কঠোর বিধিনিষেধের মধ্যে রপ্তানীমুখী সব শিল্প-কারখানা খুলেছে। সকাল ৮টার মধ্যে নিজ নিজ কারখানায় যোগ দিয়েছেন অধিকাংশ শ্রমিক।
ঢাকা আসার সুবিধায় কয়েক ঘণ্টার জন্য গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। শ্রমিকদের বহনকারী গাড়ি দুপুর ১২টার পরও ঢাকায় প্রবেশ করতে পারবে বলে জানা গেছে। বাস মালিক সমিতির নেতা ও পুলিশের কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। এদিকে, ঢাকামুখী গণপরিবহনের চাপ বাড়তে থাকায় টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এ ক্ষেত্রে মহামারি করোনাভাইরাসের কারণে বিধি কঠোরভাবে অনুসরণের জন্য ১৫টি শর্ত মানতে হবে কারখানা মালিকদের।