নিজেদের ফুটবল ইতিহাসে প্রথম মুখোমুখি হচ্ছে উলভারহাম্পটন আর সেভিয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
রাতে কোয়ার্টার ফাইনালের বাকি দুই ম্যাচ। রাত ১টায় বিগ ম্যাচে উলভারহ্যাম্পটনের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব সেভিয়া। একই সময়ে আরেক দ্বৈরথে শাখতার দোনেস্কের প্রতিপক্ষ সুইস ক্লাব বাসেল।
নিজেদের ফুটবল ইতিহাসে এই প্রথম পরস্পরের মুখোমুখি হচ্ছে উলভারহাম্পটন আর সেভিয়া। ইউরোপা লিগে এর আগের ৮ দেখায় মাত্র একবারই ইংলিশ কোন ক্লাবের বিপক্ষে হেরেছে সেভিয়ানরা। আগের ম্যাচে রোমাকে হারানো ৪-৩-৩ ফর্মেশনেই এ ম্যাচে দলকে খেলাবেন লেপেতেগুই। অন্যদিকে, ১৯৭২ সালের পর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়া উলভারহ্যাম্পটনও আছে দারুণ ফর্মে। আগের ম্যাচেই তারা হারিয়েছে অলিম্পিয়াকোসকে। তার ওপর দলে নেই কোন ইনজুরির সমস্যা। তাই সেরা একাদশ নিয়েই মাঠে নামবে উলভারহাম্পটন।