নিজেদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ১৬২০ বার পড়া হয়েছে
রাজশাহীতে করোনা সতর্কতায় নিজেদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার শ্রমজীবীদের মাঝে বিতরণ করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ।
সকাল সাড়ে ১০টায় নগরীর তালাইমারিতে শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর সরণীতে সাধারণ পথচারী ও যানবাহনের চালকদের এগুলো দেয়া হয়। এরআগে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে হ্যান্ড সানিটাইজার প্রস্তুত বিতরণ সম্পর্কে অবহিত করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ওসমান গনি তালুকদার জানান, করোনা প্রতিরোধে সবচেয়ে উত্তমপন্থা স্বাস্থ্যসচেতনতা ও ব্যক্তিগত সুরক্ষা। কিন্তু বাজারে হ্যান্ড স্যানিটাইজার সংকট দেখা দিয়েছে। তাই দেশের এমন বিপদে নৈতিক দায়িত্ববোধ থেকেই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে। সরকারি ও বেসরকারি কোনো প্রতিষ্ঠান ও হাসপাতাল চাহিদা দিলে সরবরাহ করা হবে বলেও জানান তিনি।