নিখোঁজের চার দিন পর পাবনার এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৮:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
নিখোঁজের চার দিন পর পাবনা সদর উপজেলার ভাড়ারা এলাকা থেকে বেলাল হোসেন নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মুকুল হোসেন নামের একজনকে আটক করেছে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরির্দশক (এসআই) অসিত কুমার বসাক জানান, গেল ৯ ফেব্রুয়ারী বেলা ১২ টার দিকে বেলাল হোসেন তার বাবার ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বেড় হয়ে আর ফিরে আসেনি। শনিবার দুপুরে পাবনা সদর উপজেলার ভাড়ারা মসজিদের পাশের ক্যানেলে কচুরিপানার ভেতর একটি মরদেহ ভাসতে দেখে পুলিশ কে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ ও ক্যানেলের পাশ থেকে ভ্যান গাড়িটি উদ্ধার করে। খবর পেয়ে নিখোঁজ বেলালের স্বজনেরা থানায় গিয়ে মরদেহটি বেলালের বলে সনাক্ত করে। নিহত বেলাল পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার চোরমপুর গ্রামের আফজাল হোসের ছেলে ও শ্রীকোল ফুরকানিয়া মাদ্রাসার ছাত্র ছিল আর এ ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক মুকুল হোসেন আতাইকুলা থানার চোরমপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে।