নাসিক নির্বাচনে প্রচারণায় উন্নয়ন প্রতিশ্রুতি ছাপিয়ে গেছে রাজনৈতিক বিতর্ক

- আপডেট সময় : ০৪:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার বাকি আর মাত্র ৪ দিন। শেষ মুহূর্তে নগরীর ভোটারদের ঘরে ঘরে পৌঁছে প্রতিশ্রুতি দিচ্ছেন দুই প্রার্থীরা। তবে, দুই হেভিওয়েট মেয়র প্রার্থীরা প্রতিশ্রুতির চাইতে রাজনৈতিক বিতর্কে জড়িয়েছেন বেশি। এদিকে, বিকেলে নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান।
নারায়ণগঞ্জে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তাপ। ভোরের আলো ফোটার সাথে সাথে প্রার্থীদের পদচারনায় মুখরিত হয়ে গোটা সিটি এলাকা। নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নয়নের। আর স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন মেয়র প্রার্থী। এদিকে, নির্বাচনে নিজের অবস্থান জানান দিতে সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। আগামী ১৬ই জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ।