নার্স নয় ভ্যাকসিন নিতে আসা মানুষের গায়ে টিকা প্রয়োগ করলেন উপজেলা চেয়ারম্যান

- আপডেট সময় : ০১:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নার্স নয় ভ্যাকসিন নিতে আসা মানুষের গায়ে টিকা প্রয়োগ করলেন উপজেলা চেয়ারম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ছবি ভাইরাল হয়েছে।
রোববার সকালে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স দাঁড় করিয়ে ৩ জনের শরীরে করোনার টিকা পুশ করেছেন উপজেলা চেয়ারম্যান। প্রশিক্ষিত নার্সের বদলে জনপ্রতিনিধির এই টিকা দেওয়ার বিষয়ট ভয়ানক বলে দাবি করেছেন চিকিৎসকরা। সিভিল সার্জন অফিস থেকে বলা হয়, চিকিৎসার অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ এটা পুশ করতে পারবেন না। সকালে দায়িত্বরত চিকিৎসকরা উপস্থিত থকলেও সিরিঞ্জ হাতে নিয়ে ৩জনের শরীরে টিকা দিয়ে দেন আবদুল মান্নান খান। চেয়ারম্যানের টিকা দেওয়ার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, এটা কোনোভাবেই তিনি করতে পারেন না। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আকুল উদ্দিন ওই সময় উপস্থিত থাকলেও তিনি বারণ করেননি। আরেকদিকে, স্থানীয় সাংসদ সেলিম আলতাফ জর্জও একজনকে টিকা দেন বলে জানা গেছে।