নারী নির্যাতন কমিয়ে আনা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
মানবাধিকার সম্পর্কিত অনেক উন্নয়নের মাঝেও নারী নির্যাতন কমিয়ে আনা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নারী নির্যাতনের মামলাগুলোর দ্রুত নিস্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে।
সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট অডিটোরিয়ামে মানুষের জন্য ফাউণ্ডেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব বলেন। মানুষের জন্য মানবাধিকার পদক ২০২০ প্রদান অনুষ্ঠানে আইনমন্ত্রী আরো বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়নের সঙ্গে মানবাধিকার অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত। আনিসুল হক আরো বলেন, জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার গৃহীত পদক্ষেপগুলো সফলতা লাভ করবে না। তাই নিজের আইনি অধিকার সুরক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান তিনি।