নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ৩ অক্টোবর
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৪:২৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
- / ১৯১১ বার পড়া হয়েছে
বাংলাদেশের মাটিতে গড়াবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী ৩ অক্টোবর থেকে। দুটি ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। ফাইনাল হবে ২০ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে বিকেল ৩টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর সন্ধ্যা ৭টায় মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। তবে টাইগ্রেসদের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। কোয়ালিফাই করে আসা দ্বিতীয় দলের বিপক্ষে খেলতে হবে জ্যোতিদের।

 
																			 
																		

























