নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে হারের ষোলকলা পূর্ণ করলো বাংলাদেশ

- আপডেট সময় : ০৮:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে হারের ষোলকলা পূর্ণ করলো বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটে হেরেছে সালমা খাতুনের দল। বাংলাদেশের দেয়া ৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৭ বল হাতে রেখে টপকে যায় লঙ্কান নারীরা।
মেলবোর্নের জাঙ্কসন ওভালে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ২৫ রানে হারায় ৩ উইকেট। এদিনও ব্যার্থ বাংলাদেশ ওপেনার মুর্শিদা খাতুন। শশিকলা শ্রীভার্দেনের শিকার হয়ে ফেরেন মাত্র ৩ রান করে। সানজিদা ইসলাম ১৩ আর আয়েশা করেন ৬ রান। সর্বোচ্চ ৩৯ রান আসে নিগার সুলতানার ব্যাট থেকে। ৮ উইকেটে ৯১ রানে থামে বাংলাদেশের ইনিংস। শ্রীভার্দেনে নিয়েছেন ৪ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে হাসিনি পেরেরা ও চামারি আতাপাত্তুর উদ্বোধনী জুটি থেকে আসে ৫১ রান। নাহিদা আক্তারের শিকার হয়ে ৩০ রানে ফেরেন আতাপাত্তু। এরপর হাসিনি পেরেরার ৩৯ আর অনুষ্কা সানজিওয়ানি অপরাজিত ১৬ রানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলংকা।