নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তান নারীদের ৯ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
হ্যামিল্টনে টস হেরে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৩৪ রান তোলে তারা। ফারজানা হক ৭১ করলে ও অধিনায়ক নিগার সুলতানা করেন ৪৬ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে গড়েন ৯১ রান। পরে, বাংলাদেশের বোলাদের তোপের মুখে পরে পাকিস্তান। আসা-যাওয়ার মিছিলে ৯ উইকেট হারিয়ে ২২৫ রান তুলতে সক্ষম হয় পাকিস্তানের নারীরা। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ফাহিমা খাতুন। এদিকে, মঙ্গলবার ভোর ৪টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।










