নারী ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় জয় পেয়েছে নিউজিল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
নারী ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় জয় পেয়েছে নিউজিল্যান্ড। এবার ভারতের মেয়েদের ৬২ রানে হারিয়েছে কিউই নারীরা।
হ্যামিল্টনে টস হেরে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৬০ রান তোলে তারা। ইনিংসে সর্বোচ্চ ৮৪ বলে ৭৫ রান করে ম্যাচ সেরা হন অ্যামি স্যাটারথওয়েট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিউইদের বোলারদের তোপের মুখে পরে ভারত। ৫০ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারতীয় নারীরা। হরমনপ্রীত কৌরের ঝড়ো ব্যাটিংয়ে কিছুটা ঘুরে দাঁড়ায় ভারত। তবে হার এড়াতে পারেনি তারা। ১৯৮ রানে গুটিয়ে যায় ভারত। এদিকে. শুক্রবার সকাল ৭ টায় পাকিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।










