নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে প্রোটিয়া মেয়েরা।
মাউন্ট মঙ্গানুইতে টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২২৩ রান তোলে তারা। ইনিংসে সর্বোচ্চ ৭৫ রান করেন লরা ওলভার্ড। ৬২ রান করেন অধিনায়ক সান লুস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে পড়ে পাকিস্তান। দলীয় ২৬ রানে ২ উইকেট হারায় তারা। মাঝে ওমাইমা সোহেলের ৬৫, আর নিদা দারের ৫৫ রানে জয়ের স্বপ্ন দেখে পাকিস্তান। কিন্তু পরের ব্যাটারদের ব্যর্থ সেই স্বপ্ন পূরন হয়নি পাকিস্তানের। শেষ পর্যস্ত ২১৭ রানে অলআউট হয় পাকিস্তান। ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন শাবনিম ইসমাইল। শনিবার একমাত্র ম্যাচে সকাল ৭টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত।










