নারী ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারালো ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
নারী ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারালো ভারত। ক্যারিবীয় নারীদের ১৫৫ রানে হারিয়েছে ভারতের মেয়েরা।
হ্যামিল্টনে টস জিতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ পায় ভারত। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৩১৭ রান তোলে তারা। ইনিংসে সর্বোচ্চ ১২৩ রান করে ম্যাচ সেরা হন স্মৃতি মান্ধানা। ১০৯ রান করেন হরমনপ্রীত কৌর। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে গড়েন ১০০ রানের জুটি। পরে ভারতের বোলারদের তোপের মুখে পরে ক্যারিবীয়রা। ১৪ রান তুলতেই হারায় পরের ৪ উইকেট। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, অলআউট হয় ১৬২ রানে। এদিকে, রবিবার ভোর ৪টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।










