নারীশ্রমিকদের নির্বিঘ্ন যাতায়াতে মহাসড়কে শিল্প পুলিশ সতর্ক অবস্থানে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
চলন্ত বাসে আর কোন নারীশ্রমিক যেন ধর্ষণের শিকার না হয় এবং কারখানা ছুটির পরে নারীশ্রমিকরা যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে, সেজন্য মহাসড়কে শিল্প পুলিশের টহল জোরদারসহ পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি শহিদুল ইসলাম।
দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায়, শিল্প পুলিশ কার্যালয়ে কারখানার মালিক, শ্রমিক, জনপ্রতিনিধি ও শ্রমিক নেতাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, সরকার শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে। বাংলাদেশের রপ্তানীতে শ্রমিকদের ভুমিকাই সবচে’ বেশি। তিনি আসন্ন কোরবানীর ঈদের আগেই পোশাক কারখানার শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস দেয়ার জন্য মালিকদের প্রতি আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন সাভারের পৌর মেয়র, বিজিএমইএর সহ-সভাপতি, শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপারসহ আরো অনেকে।