নারীকে শ্লীলতাহানির মামলার মূল অভিযুক্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
কক্সবাজারে এক নারীকে সংঘবদ্ধ শ্লীলতাহানির মামলার মূল অভিযুক্তদের কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে, গতরাতে আশিক, জয়, হোটেল ম্যানেজার রিয়াজসহ ৭ জনকে আসামী করে মামলার করেন নির্যাতনের শিকার নারীর স্বামী। এর মধ্যে ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩ জনকে আসামি করা হয়েছে। হোটেল ম্যানেজার জিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বুধবার বিকেলে সৈকতের লাবনী পয়েন্টে বেড়াতে গিয়ে অপরিচিত এক যুবকের সাথে ধাক্কা লাগে নির্যাতনের শিকার নারীর স্বামীর। এ নিয়ে কথা কাটাকাটির জেরে সন্ধ্যায় পর্যটন গলফ মাঠের সামনে থেকে স্বামী ও সন্তানকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। এসময় আরেক সিএনজিতে জোর কোরে ভুক্তভোগী নারীকে তুলে নিয়ে শ্লীলতাহানী করা হয়।