নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা এক নারী গার্মেন্টস কর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসতঘর থেকে হাত-পা বাঁধা মুক্তা বেগম নামে এক নারী গার্মেন্টস কর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাতে নিহতের খালাকে স্বামী সোহাগ ফোন করে জানায় তিনি তার স্ত্রী মুক্তাকে হত্যা করেছেন। পরে মেয়ের চাচাকে বিষয়টি জানালে সে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর তালাবদ্ধ করে স্বামী সোহাগ পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মর্গে রাখা হয়েছে। নিহতের স্বামীকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।