নারায়ণগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে এক জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন।এই ঘটনায় আহত হন ৮ জন।
বুধবার রাতে উপজেলার সাইরাগার্ডেন এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত এলাকায় আধিপত্য বিস্তার ও দুটি ড্রেজারের লাইন স্থাপন নিয়ে আলিম ও জুয়েলের পিতা আনোয়ারের মধ্যে বিরোধ চলছিল।পরে আলিম ও তার সহযোগীরা জুয়েলকে একা পেয়ে তার উপর হামলা চালায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় জুয়েলের। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।পরিস্থিতি এখন স্বাভাবিক। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।























