নারায়ণগঞ্জের বন্দরে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোতালেব নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শ্মশান বাজার এলাকার মোতালেবের সাথে প্রতিবেশী ইসমাইল হোসেনের জমি নিয়ে বিরোধ চলছিলো। সম্প্রতি মোতালেব হোসেন জমিটি ইসমাইলের বোনকে রেজিস্ট্রি করে দেয়ার পরও বিক্রি করে। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
























