নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার রাতে মুসলিমনগর এলাকায় এ ঘটনায় শুক্রবারে রাতে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, শাসনগাঁও এলাকার নৈশপ্রহরী নুরুল ইসলাম, চা দোকানি আইনুল মিয়া ও রিক্সা চালক রাজ বল্লভ।এঘটনায় ধর্ষণেরর শিকার গৃহবধূ বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। ফতুল্লা মডেল থানার আসলাম হোসেন জানান, ফতুল্লার বৃহস্পতিবার রাতে স্বামী সন্তানকে খুঁজতে বের হয় এক গৃহবধূ। এসময় মুসলিমনগরে ইজিবাইকের গ্যারেজে গিয়ে স্বামী সন্তানকে না পেয়ে বাসায় ফেরার পথে ওই গৃহবধূকে আটক করে নরসিংপুর প্রাইমারী স্কুলের পেছনে নিয়ে নিয়ে তাকে ধর্ষণ করেওই গৃহবধূকে তাড়িয়ে দেয়। পরে ওই গৃহবধু তানায় একটি মামলা করলে তাৎক্ষনিত ৩ জনকে গ্রেফতার করে।