নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ আগুন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ১৮১৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, সকাল আগুন লাগলে প্রথমে দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি অবনতি হওয়ায় পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। গ্যাসের পাইপ লাইন থেকে সৃষ্টি আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানান, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফীন। বলেন, গার্মেন্টস ফ্যাক্টরিতে নয়, আগুন লেগেছে গ্যাস লাইনে। ইপিজেড, হাজীগঞ্জ ও নারায়ণগঞ্জ ও ডেমরা স্টেশনের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।