নারায়ণগঞ্জের বন্দরে মাদক সেবনে বাধা দেয়ায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / ২০৪৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের বন্দরে মাদক সেবনে বাধা ও টাকা না দেয়ায় কাজলী আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে নিহতের স্বামী মাসুম হোসেন। সকাল পৌঁনে আটটায় উপজেলার উলাক এলাকায় এঘটনা ঘটে। নিহতের মেয়ে ও স্বজনরা জানায়, সকালে টাকা চাইলে না দেয়ায় দু’জনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ঘরে থাকা বটি ও কেচি দিয়ে কাজলীকে কুপিয়ে হত্যা করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে মরদেহ মাটি পড়ে থাকতে দেখে। পরে মাসুমকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে এলাকাবাসী। বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। হত্যার ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।