নানা সমস্যায় জর্জরিত লাউচাপড়া অবসর বিনোদন ও পর্যটন কেন্দ্র
- আপডেট সময় : ০৪:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৮ বার পড়া হয়েছে
নানা সমস্যায় জর্জরিত জামালপুরের ‘লাউচাপড়া অবসর বিনোদন ও পর্যটন কেন্দ্রটি। গাড়ো পাহারের পাদদেশের এই পর্যটন কেন্দ্রটিতে প্রকৃতি প্রেমীদের জন্য আধুনিক রাইডস ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় দূর্ভোগ পোহাতে হয় পর্যটকদের। তবে অচিরেই সমস্যা সমাধানের আশ্বাস জেলা পরিষদ কর্তৃপক্ষের।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে নৈ:সর্গিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি লাউচাপড়া অবসর বিনোদন ও পর্যটন কেন্দ্রটি । ১৯৯৬ সালে জামালপুর জেলা পরিষদ বিস্তৃর্ণ পাহাড়ি এলাকা জুড়ে‘ ‘লাউচাপড়া অবসর বিনোদন ও পর্যটন কেন্দ্র’ গড়ে তোলে।
প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে এই পর্যটন কেন্দ্রটিতে ভিআইপি এবং পর্যটক ডাকবাংলো, পাহাড়ের চুড়ায় চুড়ায় সু-উচ্চ পর্যবেক্ষণ টাওয়ার, কেন্দ্রের পাশের পাহাড়ি ঝর্ণাধারাকে সংস্কার করে লেক বানানো এবং ছোট বড় বেশ কিছু শেড নির্মাণ করা হয়। এছাড়াও গারো আদিবাসীদের বৈচিত্রময় জীবনযাত্রা, সবুজ বনরাজি, উঁচু টিলা, পাখির কলরব, টাওয়ারে উঠে দূরের পাহাড়ের পর পাহাড় ও নীল আকাশ দেখার পাশাপাশি মেঘালয়ের অপূর্ব সৌন্দর্য্য ভ্রমণ পিপাসুদের মন টানে সেখানে। তবে এখানে আধুনিক মানের রাইড ও শিশু পার্ক ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় অনেকটাই দুর্ভোগ পোহাতে হয় পর্যটকদের।
ভ্রমন পিপাসুরা বলছেন, নিরাপত্তা জোরদার, অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক সেবা নিয়ে পর্যটকদের রাত্রী-যাপনের সুবিধা ও উন্নত যাতায়াত ব্যবস্থা করা হলে প্রতিবছর কোটি কোটি টাকার রাজস্ব পাবে সবকার।
আধুনিকায়ন করাসহ বিনোদন কেন্দ্রটিতে আরো ৫০ লাখ টাকা বরাদ্দের কথা জানালেন জেলা পরিষদের এই প্রধান নির্বাহী কর্মকর্তা।
সবমিলিয়ে ঈদের আনন্দে প্রকৃতি প্রেমীদের আগমনে লাউচাপড়া ফিরে পাবে তার যৌবন এমনটি প্রত্যাশা সকলের।




















