নানা কর্মসূচিতে রাজধানীতে শহীদ নূর হোসেন দিবস পালন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
নানা কর্মসূচিতে রাজধানীতে শহীদ নূর হোসেন দিবস পালন করছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
রাজধানীর নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
সকালে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গব্ন্ধুর খুনিদের পৃষ্ঠপোষক ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের মূখে গণতন্ত্র মানায় না। তিনি অভিযোগ করেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান বাধা বিএনপি। তিনি আরো বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নূর হোসেনের অবদানের কথা স্মরণ করেন। পরে শ্রদ্ধা জানান যুবলীগ কেন্দ্রীয় কমটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ ছাত্রলীগ, কৃষকলীগ ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন আওয়ামী লীগ ও সহযোগী সংঘঠনের নেতকর্মীরা।



















