নানা কর্মকাণ্ডে বিতর্কিতদের কেউ কেউ দল এবং সরকারে সম্পৃক্ত : শিক্ষামন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৬০০ বার পড়া হয়েছে
জনগণের কাছে যা গ্রহণযোগ্য নয়, আওয়ামী লীগের কাছেও তা গ্রহণযোগ্য নয়। সে দলের বা সরকারের হলেও সেখান থেকেও তাকে অপসারণ করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
দুপুরে চাঁদপুরে মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় শিক্ষামন্ত্রী বলেন, অনেকেই নানা আচরণ ও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের বিতর্কিত করছেন। তাদের কেউ কেউ সরকারের সাথেও সম্পৃক্ত। এটি নিশ্চয় দুঃখজনক, এবং একেবারই কাম্য নয়। মাসব্যাপী এই বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পৌরমেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ আরো অনেকে।