নানা আয়োজনে উদযাপন করা হয়েছে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় রেলি, আলোচনা সভসহ নানা আয়োজনে উদযাপন করা হয়েছে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে সকালে ময়মনসিংহের ভালুকায় উপজেলা যুবলীগ নেতা শাহরিয়ার হক সজিবের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।
বরিশালে নগরীর দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা ও মহানগর যুবলীগ।
আলোচনা সভা, রেলি ও দোয়া মহফিলসহ নানা আয়োজনে কুড়িগ্রামে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায়ও নানা আয়োজনে দিনটি উদযাপিত হয়েছে।