নাটোরে শিক্ষামন্ত্রী বরাবর ছাত্রদলের স্মারকলিপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
অনলাইন ভিত্তিক ক্লাস, পরীক্ষা ও ভর্তি কার্যক্রম বন্ধের দাবিতে নাটোরে শিক্ষামন্ত্রী বরাবর ছাত্রদল স্মারকলিপি প্রদান করেছে।
সকালে জেলা প্রশাসনের মাধ্যমে এই স্মারকলিপি শিক্ষামন্ত্রী বরাবর প্রদান করেন ছাত্রদলের পক্ষে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ। ছাত্রদলের এ স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম। স্মারকলিপিতে তারা জানান, এ মুহূর্তে দেশের সব জায়গায় বিদ্যুৎ সংযোগ নেই এবং দেশের মানুষের সবার ডিজিটাল ডিভাইস কেনার মতো সামর্থ্যও নেই। তাই এ মুহূর্তে অনলাইন ক্লাস, ভর্তি এবং পরীক্ষা নিতে গেলে অধিকাংশ শিক্ষার্থীই এই শিক্ষা থেকে বঞ্চিত হবে। তারা দরিদ্র শিক্ষার্থীদের আগে আর্থিক সহায়তা দেয়ার জন্য দাবি জানান।