নাটোরে রেলশ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
অস্থায়ী পদ থেকে স্থায়ীকরণসহ ৬ দফা দাবীতে নাটোরে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে রেলওয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। দাবি পূরণে কর্তৃপক্ষের আশ্বাসে দ্বিতীয় দিনে কর্মসুচি বাতিল করেছে তারা।
সকাল থেকে নাটোর রেলওয়ে স্টেশনে একটি মাত্র লাইন দিয়ে ট্রেন চলাচল করেছে। শ্রমিক না থাকায় কোন ক্রসিং হয়নি। ফলে ট্রেন চলাচল বাধাগ্রস্ত হয়েছে। এতে সময় মতো ট্রেন চলেনি। যাত্রীরা জানান, জরুরী প্রয়োজনে স্টেশনে এসে টিকিট কাটলেও শ্রমিক ধর্মঘটের কারণে গতকাল থেকে সময়মতো ট্রেন চলাচল করছে না। তবে, ধর্মঘট প্রত্যাহার নিয়ে আন্দোলনকারীদের মধ্যে গ্রুপিং তৈরী হয়েছে বলে জানা গেছে।