নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত ২
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
- / ১৭৪০ বার পড়া হয়েছে
নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিক্সার যাত্রী স্বামী আব্দুর রহিম ও স্ত্রী হোসনে আরার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে এক নারীসহ দুইজন। দুপুরে শহরের বড়হরিশপুর এলাকায় এই দুর্ঘর্টনা ঘটে।
আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত স্বামী ও স্ত্রী নাটোরের বাগাতিপাড়ার ধুপোইল গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, বাগাতিপাড়ার ধুপোইল বাজার থেকে স্বামী ও স্ত্রী একটি অটোরিক্সায় নাটোর শহরে আসছিলেন। অটোরিক্সাটি শহরের বড়হরিশপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে রাজশাহীগামী শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিক্সাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং অটোরিক্সার যাত্রী হোসনে আরা ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরো তিনজন।

















