নাটোরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নাটোরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা। খুলনার খালিশপুরে লাবণী বিশ্বাস ছন্দা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে শহরের পৌর এলাকার মীরপাড়া দারুস সালাম জামে মসজিদের পেছনের পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অজ্ঞাত বৃদ্ধার পরিচয় সনাক্তকরণে কাজ চলছে ।খুলনায় স্বজনদের অভিযোগ, স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামী চার্লস বিশ্বাসকে আটক করেছে।