নাটোরে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছে বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
নাটোরে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দুপুরে শহরের আলাইপুর জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে। জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর মুক্তির দাবি এবং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুলের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরহাদ হোসেন দেওয়ান শাহীন, সদস্য সাইফুল ইসলাম আফতাব, সাবেক ছাত্রদল নেতা ও ভিপি সানোয়ার হোসেন তুষার। বক্তারা অবিলম্বে শহিদুল ইসলাম বাচ্চুর মুক্তি দাবি সেই সঙ্গে ফয়সাল আলম আবুলের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।