নাটোরের সিংড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
নাটোরের সিংড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে ।
স্থানীয়রা জানায়,নিহতরা পরস্পর মামাতো ফুফাতো ভাই। দুপুরে দুজন খেলা করতে বাড়ির বাইরে বের হয়। জুমা’র নামাজ পর পরিবারের লোকজন তাদের কারো বাড়িতে খুঁজে না পেয়ে পুকুরে খুঁজতে গিয়ে মরদেহ পায়। ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খুবই বেদনাদায়ক ঘটনা। ঐ পরিবারকে সরকারীভাবে সহযোগিতা করার চেষ্টা করা হবে। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নিহত আরাফাত আলী আকবরের ছেলে আর নুর নবী আমিনুলের ছেলে।