নাটোরের সানাউল্লাহ নুর বাবু হত্যা মামলার ১৪ আসামীকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৬৬০ বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু হত্যা মামলার চার্জশীটভুক্ত ১৪ জন আসামীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মেহেদি হাসানের আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বনপাড়া পৌর মেয়র জাকির হোসেনসহ মোট ৪১জনের নাম উল্লেখ করে ২৪ জুন চার্জশীট দাখিল করে সিআইডি। ২০১০ সালের ৮ অক্টোবর বড়াইগ্রামের বনপাড়া বাজারে নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। পরের দিন বাবুর সহধর্মিনী মহুয়া নূর কচি বাদি হয়ে তৎকালীন জেলা আওয়ামী লীগ নেতা কে.এম জাকির হোসেনকে প্রধান আসামী করে আরও ২৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ ৪৭ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।