পদ্মার চরে কাশবন পরিস্কার করতে গিয়ে নদীর পাড় ভেঙে নিখোঁজ ২

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
- / ১৬২৫ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে পদ্মা নদীর বাহাদীপুর চরে কাশবন কেটে পরিস্কার করতে গিয়ে নদীর পাড় ভেঙে নিখোঁজ রয়েছে ২ জন।
শুক্রবার দুপুরে চরাঞ্চলের কাশবন কাটতে গিয়ে নদী পাড় ভেঙে ২০ শ্রমিক পানিতে পড়ে যায়। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং রাত সাড়ে নয়টায় ডুবুরিদল তাদের উদ্ধার করে। এসময় ১৮ জনকে উদ্ধার করা হয়। নদীতে প্রচন্ড স্রোত থাকায় রাত দশটার দিকে উদ্ধার অভিযান স্থগিত করে তারা। তবে ডাবলু প্রামাণিক ও মুজিবুর নামের ২ জনকে এখনো পাওয়া যায়নি।