নাটোরের লালপুরের দুয়ারিয়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য মতিউর রহমান মতির মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৭০৮ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরের দুয়ারিয়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য মতিউর রহমান মতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য সাহিদা বেগমের বাড়ীর সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতরাতে মোটর সাইকেল নিয়ে মতিউর বাড়ী থেকে বের হন। এরপর আর বাড়ীতে ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল ফোন বন্ধ পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে নিহত মতিউরের কাছে থাকা মোবাইল ফোনটি পাওয়া যায়নি তার কাছে।