নাটোরের কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় স্বামী মামুন হোসেনকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
নাটোরের কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় স্বামী মামুন হোসেনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলার পর কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
৫৪ ধারায় তাকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। এদিকে, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ রায় জানান, ময়নাতদন্তে কলেজ শিক্ষিকা খায়রুনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের সুরতহাল ও মেডিকেল রিপোর্টে হত্যা নিশ্চিত না হওয়ায় আলামত ঢাকায় পাঠানো হয়েছে। সদর থানার ওসি নাসিম আহমেদ জানান, রোববার রাতে কলেজ শিক্ষিকার চাচাতো ভাই সাবের উদ্দিন বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন। মামলায় কাউকে অভিযুক্ত না করায় আটক মামুনকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।